জনবসতিপূর্ণ এলাকায় দলছুট দাঁতাল!

জনবসতিপূর্ণ এলাকায় দলছুট দাঁতাল! সাতসকালে বাগডোগরার ফয়রানি জোতে দাঁতাল হাতি। হাতি দেখতে পেয়েই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাবাসীদের মধ্যে। ঘটনার বাগডোগরা, টুকরিয়াঝাড় রেঞ্জ ও এলিফ্যান্ট স্কোয়াড এবং বাগডোগরা থানার পুলিশ। হাতি দেখতে মানুষের উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণ করতে বনদফতর মাইকিং শুরু করেছে। জানা গিয়েছে গভীর রাতে খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতি। বনদফতর সূত্রে খবর, জনবসতিপূর্ণ এলাকা হ‌ওয়ায় নিরাপদে হাতিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে গোটা এলাকা কর্ডন করে ঘেরা হয়েছে। তবে এই এলাকায় হাতি দেখতে পেয়েই আতঙ্কে এলাকাবাসীরা‌।

news portal development company in india
marketmystique