*সাত সকালে মহিলার বাড়িতে ঢুকে গলার হার ছিনতাই, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে।*
বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সেদিন সকালে ঘটনাটি ঘটে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের ২৩নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকায়। প্রসঙ্গত জানা গিয়েছে ওই এলাকার একটি বাড়িতেই একটি মুদির দোকানে বহুবার জিনিসপত্র নেওয়ার নাম করে দুই যুবক সকাল বিরক্ত করে তোলে ওই দোকানের মহিলাকে। অভিযোগ রয়েছে, দেশলাই কখনো ক্রিম বিস্কুট এবং কখনো তামাক জাতীয় দ্রব্য চেয়ে বিরক্তি করতে থাকে সুজাতা সাহা কে। এরপর তিনি বিরক্ত হয়ে একটি দেশলাই দিয়ে বাড়ির ভেতরে চলে যান। এরপরে বাড়ির ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক বাড়ির ভেতরে প্রবেশ করে দুই যুবক। বিভিন্ন রকম কথাবার্তা বলার ফাঁকে গলার থেকে সোনার চেন নিয়ে পালিয়ে যায় তারা। এরপর দুই যুবকের পেছনে ধাওয়া করেন এলাকায় প্রাত:ভ্রমনে বেরিয়ে আসা এক ব্যক্তি!ধরেও ফেলেন তিনি , তবে তাকে ধাক্কা দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে দেয়, এরপর ওই জায়গা জায়গা থেকে স্কুটি নিয়ে পালিয়ে যান।ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার পর পরই খবর দেয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই এলাকার কিছু বাড়ি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবার পর ওই দুইজন যুবকের ছবি ও উদ্ধার করেছে পুলিশ।
সাত সকালে মহিলার বাড়িতে ঢুকে গলার হার ছিনতাই, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে।*
- Khoribari Times
- November 23, 2024
- 12:19 am

Recent Posts
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জলপাইমোড় ট্রাফিক পুলিশের
July 19, 2025
No Comments
ইন্দো-নেপাল সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক! উদ্ধার জাল পরিচয়পত্র।
July 18, 2025
No Comments
শিলিগুড়িতে হাইড্রেনের উপর অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগম, উত্তেজনা, আটক ১
July 18, 2025
No Comments
নেশামুক্ত করতে জিরো টলারেন্স নীতি দার্জিলিং জেলা পুলিশের।
July 18, 2025
No Comments