নির্বাচনের পর খড়িবাড়ীতে এসে ১০ লক্ষ টাকার ছটঘাট নির্মাণের প্রতিশ্রুতি বিস্তার

নির্বাচনের পর খড়িবাড়ীতে এসে ১০ লক্ষ টাকার ছটঘাট নির্মাণের প্রতিশ্রুতি বিস্তার।বৃহস্পতিবার ছটপুজোর ঘাট উদ্বোধন ও পরিদর্শন করতে আসেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সংসদ রাজু বিস্তা ।সংসদ নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হবার পর এই প্রথমবার খড়িবাড়ী এসেই, ফিতা কেটে ছটঘাট উদ্বোধন করার পর ছটঘাট নির্মাণের জন্য ১০লাখ টাকার অনুদানের ঘোষণা করেন।এইদিন সংসদ ছটঘাটের পরিদর্শন করেন পাশাপাশি বিভিন্ন ছটবর্তিদের সাথে সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সংসদ রাজু বিস্তা ,খড়িবাড়ী ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক দুর্গামুরমু, শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ,খড়িবাড়ী পানিসালি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল চন্দ্র সিংহ ,কমিটির সদস্য সহ একাধিক সমাজ সেবী

news portal development company in india
marketmystique