পাঁচালী গান শুনতে গিয়ে সর্বশান্ত হলো ভাটাগজের এক পরিবার! ফের একবার ঘরের ভেতর থেকে দুঃসাহসিক চুরি। ঘটনাটি খড়িবাড়ীর ভাটাগজ এলাকার।পরিবার সূত্রে জানা যায় গ্রামে কালী পুজো উপলক্ষে চলছে পাঁচালী গান মঙ্গলবার এই পাঁচালী গান শুনতে যায় পরিবারের একাধিক সদস্য। আর এই ফাঁকেই ঘরের ভেতর থেকে দুঃসাহসিক চুরি করে পালায় চোর।মমতা সিংহ জানায় পাঁচালী গান শুনে সন্ধ্যা বেলা বাড়ি ফিরে দেখি দরজার তালা ভাঙ্গা অবস্থার ,ঘরের ভেতর প্রবেশ করলে চোরকে দেখতে পাই ততক্ষণে চোর ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এইদিন প্রায় এক লাখ টাকা সহ সোনা রুপোর বেশ কয়েকটি অলঙ্কার নিয়ে চোর পালিয়ে যায়।
প্রসঙ্গত গত রবিবার পাশ্ববর্তী এলাকা খড়িবাড়ীর বগলাহাগীতে প্রায় এমনি এক চুরির ঘটনা সামনে আসে বাড়িতে কেই না থাকায় চোর টাকা সহ জিনিস পত্র নিয়ে চম্পট দেয়। দুদিন পার হতে নাহতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ভাটাগজে। স্থানীয়দের অধিকাংশের বক্তব্য আমরা খেটে খাওয়া মানুষ বাড়ী পাহারা দেবো, নাকি নিজের পেট চালাতে বাড়ির বাইরে কাজে যাবো।এলাকা জুড়ে পর পর চুরির ঘটনার জেরে আতঙ্কে রয়েছে বলে, জানান স্থানীয়রা।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Recent Posts
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments
নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন!
January 4, 2025
No Comments
ভারত- বাংলাদেশ সীমান্তে নেপালি যুবক গ্রেপ্তার।
January 3, 2025
No Comments
দোকানের ক্যাসবাক্স থেকে টাকা লুট করে চম্পট চোর।
January 3, 2025
No Comments
ভারত নেপাল সীমান্তে মাঝপথে বয়ে চলা মেচী নদী এখন মাফিয়াদের আয় ভান্ডার !
December 31, 2024
No Comments