একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বয়জৈষ্ঠ দলীয় কর্মীদের সংবর্ধনা প্রদান করে বুধবার নকশালবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী, যুব সভাপতি নির্ণয় রায়, আইএনটিটিইউসি জেলা সভাপতি নির্জল দে সহ অন্যান্যরা। এদিন দলীয় কর্মীদের চাঙ্গা হয়ে উঠতে বার্তা দেন উদয়ন গুহ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরজিকর, চিকিৎসকদের অনশন নিয়ে মন্তব্যের পাশাপাশি নাম না করে সিপিএমকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিধানসভায় যারা শূন্য তারাও দখল করতে চায় নবান্ন! অঙ্কের সাধারণ নিয়ম ভুলে গিয়েছে সেই রাজনৈতিক দল বলে কটাক্ষ। অন্যদিকে দার্জিলিং লোকসভা নির্বাচনে তৃণমূলের হার নিয়ে জেলা নেতৃত্বদের কটাক্ষ করে তিনি বলেন শুধু শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা পরিষদ দখল করেই কি খুশী থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই শিলিগুড়িকে কেন্দ্র করে ৯ হাজার কোটি টাকার কাজ করেছেন। শিলিগুড়িতে হার, ডাবগ্রামে বিপুল ভোটে হারছেন। তাহলে দোষ কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের না সরকারের? কেন মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছেন। আয়নার সামনে দাগ পরিস্কার করার কথা ব্যবহার করে জেলা নেতৃত্বকে কটাক্ষ করলেন উদয়ন। লোকসভা নির্বাচনে হার নিয়ে দলীয় কর্মীদের কাছে তেমন সহায়তা পাননি আক্ষেপ পাপিয়া ঘোষের গলায়।
বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বয়জৈষ্ঠ দলীয় কর্মীদের সংবর্ধনা
- Khoribari Times
- October 24, 2024
- 10:05 am
Recent Posts
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments
নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন!
January 4, 2025
No Comments
ভারত- বাংলাদেশ সীমান্তে নেপালি যুবক গ্রেপ্তার।
January 3, 2025
No Comments
দোকানের ক্যাসবাক্স থেকে টাকা লুট করে চম্পট চোর।
January 3, 2025
No Comments
ভারত নেপাল সীমান্তে মাঝপথে বয়ে চলা মেচী নদী এখন মাফিয়াদের আয় ভান্ডার !
December 31, 2024
No Comments