The stepfather was arrested on charges of raping a mentally unstable girl!

মানসিক ভারসাম্যহীন মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল সৎবাবা! নকশালবাড়ি ঘটনা ঘিরে চাঞ্চল্য! জানা গিয়েছে, মা কর্মসূত্রে বাইরে থাকার সুযোগ পেয়েই মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। এদিন নাবালিকার দিদা নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। জানা গিয়েছে, এই নাবালিকা বাবার মৃত্যুর পর তার মা এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেন। গত একমাস ধরেই সেই ব্যক্তি সুযোগ বুঝে ধর্ষণ করত বলে অভিযোগ। গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

news portal development company in india
marketmystique