Kharibari Block Congress gave memorandum on 7-point demand.

প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী খড়িবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করল খড়িবাড়ি ব্লক কংগ্রেস। এদিন খড়িবাড়ি ব্লক কংগ্রেস কার্যালয় থেকে মিছিল করার পর থানা সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতাকর্মীরা। পরে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। ব্লক সভাপতি অলোক কুমার রায় জানান, নারী নির্যাতন, ধর্ষণের ঘটনায় অভিযোগ গুরুত্ব সহকারে দেখতে হবে। অভিযোগ করতে আসা অভিযোগকারীদের কোনো মতেই ফেরানো যাবে না। রঙ বা দল দেখে নয় আইন মেনে পুলিশকে কাজ করতে হবে। পাশাপাশি খড়িবাড়িতে মাদক ও বালি চুরি নিয়েও পুলিশের সক্রিয়তা দাবি করা হয়।

news portal development company in india
marketmystique