বালি-পাথর বোঝাই ট্রাক্টর আটকে পুলিসের হাতে তুলে দিলেন এলাকাবাসী।

বালি-পাথর বোঝাই ট্রাক্টর আটকে পুলিসের হাতে তুলে দিলেন এলাকাবাসী।কোনও প্রকার অনুমতি ছাড়াই নদী থেকে বালি এবং পাথর সংগ্রহ করে চলছে অবৈধ ব্যবসা অভিযোগ স্থানীয়দের।এই অবৈধ কাজের বিরুদ্ধে সোচ্চার হলেন গ্রামবাসী ।যে কাজ পুলিসের এবার সেই কাজ করলেন এলাকাবাসী। তবে পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষের বাড়ির লাগোযা রাস্তার পাশ দিয়েই অবৈধ ভাবে বালি-পাথর বোঝাই ট্রাক্টর চলছে এবং তার বাড়ির সামনেই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখান গ্রামবাসী, তার সাথে কথা বললে এই বিষয় কোনো মন্তব্য করতে চাননি কর্মাদক্ষ ।শুক্রবার  ভোরে বালি এবং পাথর বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসী।তাদের অভিযোগ প্রায় ভোর রাত থেকে  বালি এবং পাথর বোঝাই ট্রাক্টর বাংলা বিহার সীমান্তের চেংগা নদী থেকে লোড হয়ে জাগিরজোত হয়ে বাঙ্গালের বিভিন্ন প্রান্তে ছুটছে সকাল অব্দি, জার জেরে নাজেহাল স্থানীয়রা ।অতিরিক্ত হারে বালি-পাথর বোঝাই ট্রাক্টর চলা চলে রাতে ঘুমোতে পারছেন না তারা সকালে পড়ুয়াদের স্কুল ,টিশন যেতেও সমস্যায় পড়তে হচ্ছে দুর্ঘটনারো ভয় রয়েছে এতেই খুদ্দ এলাকাবাসী

news portal development company in india
marketmystique