উপপ্রধানের বাড়ি যাওয়ার পথ সুবিধা করতে রাস্তা তৈরির অভিযোগ

প্রাথমিক বিদ্যালয়ের পাশে উপপ্রধানের বাড়ি! উপপ্রধানের বাড়ি যাওয়ার পথ সুবিধা করতে রাস্তা তৈরির অভিযোগ তুলে কাজ আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরভিটায় গ্রাম পঞ্চায়েত তহবিলের ৬ লক্ষ টাকায় ১৬৬ মিটার পেভার্স ব্লক রাস্তা তৈরি ঘিরে ক্ষোভ! অভিযোগ স্থানীয় ডাঙ্গরভিটা প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছে বুড়াগঞ্জের উপপ্রধানের বাড়ি!  তৃণমূল উপপ্রধান ও স্কুলের প্রধান শিক্ষক মিলে এই কাজ নতুন রাস্তা তৈরি হচ্ছে ,যার প্রয়োজন নেই! এই কাজ করলে স্কুলের মাঠে জল জমবে।পাল্টা সমস্ত অভিযোগ মিথ্যা !  উপপ্রধানের দাবি বিজেপি সমর্থিত মানুষরাই এই বাধা দিচ্ছে। স্কুলের স্বার্থে এই কাজ হচ্ছে ! যারা বিরোধিতা করছেন তাদের শিশুরা এই স্কুলে পড়াশোনা করে না বলে এই বাধা দিচ্ছেন। অন্যদিকে ডাঙ্গরভিটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজ ভাওয়াল জানান, স্কুলের শিক্ষার্থীদের  যাওয়ার জন্য এই রাস্তার আবেদন করা হয়। স্কুল কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটছে বলে তিনি জানান।

news portal development company in india
marketmystique