খরস্রোতা মেচী নদীতে তলিয়ে যায় এক বৃদ্ধ।

পাহাড় ও সমতলে টানা বর্ষণে ফুলেফেঁপে উঠেছে মেচী নদী। এর মধ্যে দুধ বিক্রি করে ঘরে ফেরার সময় শুক্রবার খরস্রোতা মেচী নদীতে তলিয়ে যায় বিদ্যানন্দ রায় নামে এক বৃদ্ধ। নকশালবাড়ির বড় মনিরাম জোত সংলগ্ন ভারত নেপাল সীমান্তে মেচী নদীতে ঘটনাটি ঘটে খবর পাওয়া মাত্রই নকশালবাড়ি থানার পুলিশ ও এসডিআর‌এফ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলেও ঘটনার তিনদিন খোঁজ পাওয়া যায়নি। আজ তলিয়ে যাওয়া বিদ্যানন্দ রায়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সহ নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। সভাধিপতিকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। ৩৫ বছর ধরে নেপাল দুধ নিয়ে যেতেন বৃদ্ধ ,তবে সেদিন হঠাৎ মেচী জল ফেলে যাওয়ায় তলিয়ে যায়। পরিবারের উপার্জন করার মত লোক নেই আমরা পরিবারের পাশে রয়েছে বলে জানান সভাধিপতি অরুন ঘোষ । যদিও এভাবে মেচীতে তলিয়ে যাওয়া ঘটনা এড়াতে ভরা মেচী পেরিয়ে যাতছ কেউ না যায় তাই সচেতনতার চেষ্টা চলছে বলে জানান সভাধিপতি।

news portal development company in india
marketmystique