২দিনের বৃষ্টিতে গ্রামে চলাচলের রাস্তায় থৈ থৈ জল! শুধু রাস্তা নয়, ঘরের ভেতর ঢুকে পড়ছে জল! হাঁটু জল নিয়ে বাজার থেকে কাজ, এমনকি স্কুলেও যেতে হচ্ছে পড়ুয়াদের! নকশালবাড়ির রায়পাড়ায় ২ দিনের বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা! জলনিকাশী ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে ২৫টি পরিবারকে । গত ১০ বছর ধরে এই এলাকায় বসতি নির্মাণ হতেই সমস্যায় পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, প্রশাসন এই এলাকার মানুষের ওপর নজর দিক। দ্রুত জলনিকাশী ব্যবস্থার মাধ্যমে এই জল থেকে মুক্তি চাইছেন স্থানীয়রা। এই বিষয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো বলেন, বিষয়টি জানা থাকলেও আমাদের উপায় নেই । নীচু এলাকা হওয়ায় জল জমছে। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও মহকুমা পরিষদ মিলে ঐ এলাকার স্বার্থে আলোচনা চলছে।
অন্যদিকে কোনো অভিযোগ পাইনি। সরকারি জমিতে অপরিকল্পিত ভাবে ঐ এলাকা তৈরি করা হয়েছে। আমাদের মতো যথাযথ ব্যবস্থা নেওয়ার হবে বলে আশ্বাস দেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ।
Recent Posts
ফের মহিষ সহ গ্রেফতার ১।
March 12, 2025
No Comments
দিল্লিতে বিপুল জয়ের সেলিব্রেশন নকশালবাড়িতে!
February 8, 2025
No Comments
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একের পর বিক্ষোভ!
February 8, 2025
No Comments
ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার।
February 8, 2025
No Comments
চাবাগানে বসবাসকারী চা শ্রমিকদের জমির আধিকারের দাবিতে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস!
February 8, 2025
No Comments