মাটিগাড়া স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার কীনারায় ২২জন পুলিস অফিসার ৩কনষ্টেবলকে সন্মানিত করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস।বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুলিস কমিশনারেটে ওই আধিকারিকদের সন্মানিত করে মেট্রোপলিটন পুলিসের সিপি সি সুধাকর।স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দিয়েছে শিলিগুড়ি আদালত।গত ২০২৩ সালের ২১শে আগষ্ট ধর্ষণ করে খুনের ঘটনাটি ঘটে মাটিগাড়া ব্লকের মোটাজোত এলাকার একটি পরিত্যক্ত এলাকায়।ঘটনার মাত্র ৬ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস।গ্রেপ্তারের কয়েক মাসের মধ্যেই পুলিস আদালতে চার্জশিট পেশ করে।বিভিন্ন তথ্য প্রমান ও সাক্ষীর ভিত্তিতে আদালত অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছে।এদিন,ওই ঘটনায় সফলতার জন্য ২২জন পুলিস কর্মীকে সন্মান জানানো হয়। এরমধ্যে ১জন এসিপি,২জন ইন্সপেক্টর ১৫জন এসআই,৪ এএসআই,৩ জন কনষ্টেবল।*
মাটিগাড়া স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার কীনারার পুলিসদের সন্মানিত করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস।
- Khoribari Times
- September 27, 2024
- 5:09 pm
Recent Posts
দাবি আদায় করতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে হবে!
January 8, 2025
No Comments
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
January 7, 2025
No Comments
সীমান্তে বড় ধরপাকড়! ১৯ গ্রাম ব্রাউন সুগার ও ৪ লাখ টাকা জব্দ, দুই মহিলা গ্রেফতার
January 4, 2025
No Comments
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments