বোনাসের দাবিতে চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ।

হাতে গুনা দুর্গা পূজা আর কয়েকদিন বাকি। শ্রমিকরা বোনাস নিয়ে অনিচিয়তার পথে তাই বোনাসের দাবিতে চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ।মঙ্গলবার দার্জিলিং জেলার খড়িবাড়ী ব্লকের থানঝোড়া চা বাগানের শ্রমিক ইউনিয়নের যৌথ মঞ্চের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন ও একটি স্মারক লিপি প্রদান বাগানের ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট। সূত্রে জানা যায় শ্রমিক পক্ষ ১৬ শতাংশ বোনাসের দাবি করেন বাগান কর্তৃপক্ষের নিকট কিন্তু তাতে বাগান কর্তৃপক্ষ রাজি না হওয়ায় এই বিক্ষোভ। সংঘঠনের গৌতম ঘোষ জানান তরাই দুয়াসের ১৭৬টি চা বাগানের বোনাসের সেটেলমেন্ট তিনটি বৈঠকে কলকাতাতে হয়। দুঃখের বিষয় থানঝোরার মত শতাব্দী প্রাচীন বাগান কোনো কনসেনলেটার পাঠায়নি বিসিসিআই এ। তবে এই বিষয় চা বাগানের ভারপ্রাপ্ত আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়নি

news portal development company in india
marketmystique