ফের মেচী নদী পার হতে গিয়ে জলে ডু*বে মৃ*ত্যু হল ১ ব্যক্তির,

ফের মেচী নদী পার হতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ১ ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে,বুধবার বিকেলে নক্সালবাড়ির ঝাপুজোতে মেচী নদী পেরিয়ে এদেশ থেকে নেপালে যাওয়া সময় এক ব্যক্তি জলের গতি বেশি থাকায় জলে ডুবে যায় । এরপর স্থানীয়দের নজরে আসলে সীমান্তরক্ষীদের সহায়তা ওই ব্যক্তিকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয় । ঘটনার খবর চাউর হতেই ভীড় জমায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নক্সালবাড়ি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে নক্সালবাড়ি  হাসপাতালে মর্গে নিয়ে যায় । মৃত ব্যক্তির নাম সাবিনিউস মুর্মু ,সে খড়িবাড়ির পানিট্যাঙ্কি এলাকার বাসিন্দা।আগামীকাল মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

news portal development company in india
marketmystique