সরকারি বাস থেকে নামতে গিয়ে দূর্ঘটনায় জখম এক ব্যক্তি!

সরকারি বাস থেকে নামতে গিয়ে দূর্ঘটনায় জখম এক ব্যক্তি! বাসের চাকায় পৃষ্ঠ হল ব্যক্তির পা। বাগডোগরা বিহার মোড়ে দূর্ঘটনার কবলে এক ব্যক্তি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি শিলিগুড়ির যাওয়ার সময় বাগডোগরা বিহার মোড়ে যাত্রী নামাতে দাঁড়ালে কয়েকজন যাত্রী নামে। হঠাৎ বাস পুনরায় ছাড়তে গেলে  বাসের চাকায় ব্যক্তির পায়ের ঢুকে যায়। ব্যক্তির আর্তনাদে স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সুযোগ বুঝে বাস ছেড়ে পালিয়ে যায় বাস চালক। তবে বাসের কন্ট্রাক্টরকে আটক করে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। আহত ব্যক্তি ফজিরুল রহমান, চোপড়ার বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা ট্রাফিক গার্ড ও বাগডোগরা পুলিশ। তবে উনি বাসের যাত্রী ছিলেন না, বাসে উঠতে গিয়ে এই দূর্ঘটনা হয়েছে বলে বাসের কন্ট্রাক্টর জানান।

news portal development company in india
marketmystique