পুলিশের নাকা চেকিং উদ্ধার ৯৩ কাটুন অবৈধ বিলেতি মদ !

পুলিশের নাকা চেকিং উদ্ধার ৯৩ কাটুন অবৈধ বিলেতি মদ ! বাজেয়াপ্ত একটি পিকআপ ভ্যান।খড়িবাড়ির বাংলা – বিহার সীমান্তের চেক্করমারি চেকপোস্টে গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং’রসময় একটি পিকআপ ভ্যান আটক করে খড়িবাড়ি থানার পুলিশ। পিকআপ ভ্যান আটক করতেই সুযোগ বুঝে চম্পট দেয় চালক । পরে আটক গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৯৩ কাটুন অবৈধ বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। ঘটনায় আটক পিকআপ ভ্যানটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,  ৯৩ টি কাটুনে ৮৩৭ লিটার অবৈধ বিলেতি মদ উদ্ধার করা হয়েছে,যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা। পাশাপাশি অসাধু ব্যবসায়ী এধরনের ব্যবসা করে আসছে,তার ঠেকাতে লাগাতার অভিযান চলছে এবং সমাজকে বাঁচাতে পূজার মুহূর্তে আরো নজরদারি বাড়ানো হবে।

news portal development company in india
marketmystique