প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে স্মারকলিপি বিজেপির

প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পের আওতায় অন্যান্য জায়গার মতো খড়িবাড়ি ব্লক জুড়ে বাড়ি বাড়ি জলের পাইপ বসানো হচ্ছে,সেই প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগে তুলে খড়িবাড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকে ৭ দফা স্মারকলিপি প্রদান করল বিজেপি খড়িবাড়ি – বুড়াগঞ্জ মন্ডল কমিটি । এদিন খড়িবাড়ি বিজেপি দলীয় কার্যালয় থেকে মিছিল করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারি দপ্তরের মূল দ্বার ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। বাড়ি বাড়ি জলের পাইপে পুরানো দেওয়া হচ্ছে, আবার কোথাও লোহার, কোথায় আবার পালাস্টিকের পাইপ ব্যবহার করা হচ্ছে । পাশাপাশি নতুন নির্মাণ করা জলের ট্যাঙ্ক শিল্যানাসের আগেই জল চুয়ে পড়ছে,ট্যাপগুলি মজবুত করতে পুরানো কাপড় লাগাচ্ছেন ঠিকাদারি সংস্থা তাই আজকের এই স্মারকলিপি দেওয়া হল । পাশাপাশি জল জীবন মিশন প্রকল্পের দুর্নীতি রুখতে ব্লকের সমস্ত পঞ্চায়েত সদস্যদের নিয়ে ১০ দিনের মধ্যে বৈঠক করে সঠিক তথ্য দিতে হবে ,না হলে আন্দোলন নামার হুঁশিয়ারি দেন খড়িবাড়ি – বুড়াগঞ্জ মন্ডল সভাপতি কল্যাণ কুমার প্রসাদ।

news portal development company in india
marketmystique