গরু পাচার রুখল নকশালবাড়ি থানার পুলিশ ও এস‌এসবি।

এক দিনে জোড়া সাফল্য ! গরু পাচার রুখল নকশালবাড়ি থানার পুলিশ ও এস‌এসবি। গভীর রাতে নকশালবাড়ির ভগিলরাম জোতে হাটা পথে গরু পাচারের খবর পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়েই গরু ছেড়ে পালায় গরু পাচারকারীরা। ঘটনায় ১৩টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার গরুদের নকশালবাড়ি খোঁয়াড়ে পাঠানো হয়েছে। অন্যদিকে নেপাল থেকে ভারতে গরু পাচারের আগে ৫টি গরু উদ্ধার করল এস‌এসবি বড় মনিরাম জোতের ৮ম ব্যাটেলিয়নের জওয়ানরা। সীমান্তে ঢোকার সময় এস‌এসবি দেখে পালিয়ে যায় পাচারকারীরা। এক‌ই দিনে জোড়া সাফল্য অর্জন পুলিশ ও এস‌এসবির।

news portal development company in india
marketmystique