বাইক চুরির চক্রের নতুন পন্থা ,যোগ আন্তর্জাতিক চক্র ! শুধু ভারত নয় নেপাল থেকেও বাইক চুরি করে এনে বিক্রি হচ্ছে এদেশের সীমান্ত এলাকার খড়িবাড়িতে । এমনটাই তদন্তে হদিস পেয়েছে জেলা পুলিশ। গত ২ মাসে পৃথক বাইক চুরি সংক্রান্ত মামলার তদন্তে নেমে চোরাই ১২ টি বাইক সহ গ্ৰেপ্তার হয়েছে ৯ জন । শুক্রবার খড়িবাড়ি থানাতে সাংবাদিক সম্মেলনে করে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। তার কথায়, গত জুলাই মাসে ২টি চুরির বাইক সংক্রান্ত মামলায় তদন্তে নেমে খড়িবাড়ি থানার পুলিশ বিহারের ঠাকুরগঞ্জ থেকে মোট ৬ টি বাইক উদ্ধার করে।ওই ঘটনায় গ্ৰেপ্তার হয় মুর্শিদাবাদের তোয়াদেশ শেখ নামক এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করে । পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি ফেরিওয়ালার পরিচয় দিয়ে সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় বাইক চুরির কর্মকাণ্ড ঘটিয়েছিল । এরপর আগস্ট মাসে বাইক চুরি সংক্রান্ত মামলার তদন্তে নেমে খড়িবাড়ির বিভিন্ন এলাকা থেকে ৬টি চোরাই বাইক উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় মোট ৮ জন গ্ৰেপ্তার হয় । ধৃতদের মধ্যে ৩ জন অভিযুক্ত নেপালের বাইক লিফটিং গ্যাং – এর কিং পিং রমেশ প্রধান নামক নেপালের বাসিন্দার সাথে যোগসাজ ছিল বলে জানিয়েছে পুলিশ সুপার। তিনি বলেন, তদন্তে আমরা নেপালের ওই মূল অভিযুক্তর হদিস পেয়েছি ,সে নেপাল পুলিশের হেফাজতে রয়েছে। উদ্ধার হত্তয়ায় অধিকাংশ বাইক নেপালের বলে দাবি পুলিশ সুপারের । নেপাল থেকে বাইক চোরাই বাইক কম দামে গ্ৰামীন এলাকায় বিক্রি করা হত । তবে পুলিশের অভিযানে আন্তর্জাতিক বাইক চোরাই চক্রের ফাঁস হল । এদিন চুরি যাওয়া বাইকের আসল মালিকদের দিয়ে বাইক শনাক্ত করালেন জেলা পুলিশ সুপার। এতে খুশির আমেজে বাইক মালিকরা ।
Recent Posts
সীমান্তে বড় ধরপাকড়! ১৯ গ্রাম ব্রাউন সুগার ও ৪ লাখ টাকা জব্দ, দুই মহিলা গ্রেফতার
January 4, 2025
No Comments
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments
নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন!
January 4, 2025
No Comments
ভারত- বাংলাদেশ সীমান্তে নেপালি যুবক গ্রেপ্তার।
January 3, 2025
No Comments