আশঙ্কাজনক অবস্থায় কমছে কালো মাথা কাস্তেচরার সংখ্যা !

কয়েক বছর ধরেই আশঙ্কাজনক অবস্থায় কমছে কালো মাথা কাস্তেচরার সংখ্যা !  আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN) এই কালোমাথা কাস্তেচরাকে প্রায় বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গের একমাত্র নকশালবাড়ি‌ই কালো মাথা কাস্তেচরার বাসস্থান ও প্রজননের স্থান! মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই পাখিরা এখানে বাচ্চা দিয়ে সেই শাবকদের বড় করে শীতের আগেই অন্যত্র চলে যায় এই প্রজাতি! বিপন্ন তালিকায় থাকা এই পাখির সংরক্ষণ নিয়েই গননা শুরু করল শিলিগুড়ি হিমালয়ান নেচার এডভেঞ্চার ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও কার্শিয়াঙ বনদফতর। গত ২ বছর ২০০ ও ২৪০টি কাস্তেচরার খোঁজ পাওয়া গেলেও বিপন্নপ্রায় হচ্ছে এই পাখি তা এদিনের গননায় ধারণা অনেকের! সংরক্ষণ করা ঠিক হলেই এদের বিপন্নতা থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মত পরিবেশপ্রেমী তথা ন্যাফের কোর্ডিনেটর অনিমেষ বসু।  নকশালবাড়িতেই এদের বাসা হয়! ১৯৯৩ সালে এই পরিযায়ী দলকে দেখা যায়! পরে দেখা না গেলেও বিগত বছরে এই পাখিদের দেখা যায়! বিজ্ঞান মঞ্চ এদের সংখ্যা বৃদ্ধি করতে কাজ করছে মত বিজ্ঞান মঞ্চের সদস্যর গলায়। বনদফতরের এনডিএফ‌ও জানান এদের সংখ্যা বৃদ্ধি করতে তাদের বাসস্থানের এলাকার জন্য বনদফতর কাজ করছে।

news portal development company in india
marketmystique