মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির

মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করল খড়িবাড়ির বাতাসি সারদা শিশুতীর্থ। এদনি  শিলিগুড়ি রোট্ররে ব্লাড ব্যাংকের সহযোগিতায় ১৫০ ইউনিট রক্তের লক্ষ্য মাত্রা রেখে শিবিরটি শুরু হয় এবং সাথে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ ।  সমাজে সাধারণ মানুষ ভয় থাকে রক্তদান করতে, সেই ভয় দুর করে সমাজেমুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে এই শিবির বলে জানান বাতাসি সারদা শিশুতীর্থ আচার্য্য সুজিত মন্ডল ।

news portal development company in india
marketmystique