আরজি কর ও পূব বর্ধমান আদিবাসী যুবতী ধর্ষণ ও খুনের ঘটনায় খড়িবাড়িতে থানা ঘেরাও ও ধিক্কার মিছিল

আরজি কর ও পূব বর্ধমান আদিবাসী যুবতী ধর্ষণ ও খুনের ঘটনায় খড়িবাড়িতে থানা ঘেরাও ও ধিক্কার মিছিল করল ভারত জাকাৎ মাঞ্জহি পারগনা মহলের খড়িবাড়ি শাখার সদস্যরা। এদিন খড়িবাড়ি পিডাব্লুডি মোড় থেকে মিছিল করে খড়িবাড়ি বাজার, এবং পরে খড়িবাড়ি থানা ঘেরাও করে আধা ঘন্টা ধরে চলে বিক্ষোভ। পরে খড়িবাড়ি থানার পুলিশ সাথে আলোচনার পরে বিক্ষোভ তুলে নেয় আন্দোলনকারীরা। আরজি কর এবং পূর্ব বর্ধমানে নারীদের উপর যে অত্যাচার ঘটনা ঘটেছে,

খড়িবাড়িতে থানা ঘেরাও

পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে দাবি তুলে থানায় স্মারকলিপি দেওয়া হল। পাশাপাশি আরজি কর এবং পূর্ব বর্ধমানের ঘটনায় বিচারের দাবিতে মিছিল করা হল বলে জানান ভারত জাকাৎ মাঞ্জহি পারগনা মহলের খড়িবাড়ি শাখার সভাপতি জতিন কিসকু ।

news portal development company in india
marketmystique