
উওরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রকল্পের অধীনে খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত খোয়েরমনি জোত থেকে খটমোল মোড় পর্যন্ত প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয় ২কিলোমিটার রাস্তার শিল্যানাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্ম্যাদক্ষ কিশোরী মোহন সিংহ। সোমবার খোয়ারেমনি জোতে ফিতা কেটে রাস্তার শিল্যানাস করা হয়। সাথে উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির কর্ম্যাদিক্ষা সুসনা মার্ডি ও পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা । দীর্ঘ ৫০বছর ধরে রাস্তার জন্য বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দিনযাপন করছিলেন স্থানীয়রা তবে এদিন রাস্তার শিল্যানাস হচ্ছে শুনে ভীড় জমায় স্থানীয় বাসিন্দারা । রাস্তার কাজ শুরু হত্তয়ায় খুশি মেজাজ স্থানীয়দের মধ্যে।
এদিন শিল্যানাস শেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্ম্যাদক্ষ কিশোরী মোহন সিংহ বলেন , দীর্ঘদিন ধরে আসা ছিল এই রাস্তা তৈরি করার , তবে বিগত দিনে ত্রী- স্তরে তৃনমূল কংগ্রেসের বোর্ড না থাকায় কাজ করা যায়নি, শিলিগুড়ি মহকুমা পরিষদের তৃনমূল কংগ্রেসের বোর্ড গঠনের পর রাজ্য সরকারের এনবিডিডি,এসজেডিএ ,এসআরডিএ মতো দপ্তর থেকে একাধিক প্রকল্প এনে প্রান্তিক এলাকায় কাজ করছি। এনবিডিডি দপ্তর থেকে খড়িবাড়ি ব্লকে ২টি রাস্তার কাজ শুরু করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করার আশ্বাস দেন তিনি।