৯ দফা দাবিতে নকশালবাড়ির সিডিপিওকে স্মারকলিপি

৯ দফা দাবিতে নকশালবাড়ির সিডিপিওকে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন বাগডোগরায় সিডিপিও দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা‌। অভিযোগ এমনিতেই কম সাম্মানিক,তার মধ্যে কেন্দ্র রাজ্য অংশীদারিত্ব থাকায় রাজ্য টাকা দিলেও কেন্দ্র সাম্মানিক দিতে টালবাহানা করছে। বর্তমানে সবজির বাজার অগ্নি মূল্য হলেও তাদের সান্মানিক থেকেই তা কিনতে হচ্ছে। ডিমের দাম বেড়ে গেলেও তার সঠিক প্রাপ্য দেওয়া হচ্ছে না। অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মী ঘরের সোনা বন্ধক দিয়ে শিশুদের খাবারের ব্যবস্থা করছেন। দ্রুত তাদের সান্মানিক বৃদ্ধি সহ নিয়মিত প্রদানের দাবিতে এদিনের বিক্ষোভ কর্মসূচি করা হয়। সংগঠনের সহ সভানেত্রী সোমা দত্ত জানান 
দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন হবে ।

news portal development company in india
marketmystique