ছাত্রদের মধ্যে গণিত এবং বিজ্ঞানে মনস্কতা বাড়াতে শিশু মেলা ও গণিত বিজ্ঞান মেলা।

ছাত্রদের মধ্যে গণিত এবং বিজ্ঞানে মনস্কতা বাড়াতে খড়িবাড়ির বাতাসি সারদা শিশুতীর্থ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল শিশু মেলা ও গণিত বিজ্ঞান মেলা। শুক্রবার সকালে থেকে বিদ্যালয় প্রাঙ্গণে পড়ুয়া নিজেদের তৈরি কলা-কৌশলিগুলি তুলে ধরে। এইদিন মেলার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক বিজনকৃষ্ণ ঘোষ , শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বীর কুমার সরকার। ছাত্রদের গণিত এবং বিজ্ঞান মনস্কতা বাড়ানোর লক্ষ্যে এই মেলা প্রতিবছর করা হয় বলে জানান বাতাসি সারদা শিশুতীর্থ প্রধান আচার্য্য বিমল কুমার সিনহা।

news portal development company in india
marketmystique