চুরির ঘটনার তদন্তে নেমে  ১ যুবক গ্রেপ্তার


চুরির ঘটনার তদন্তে নেমে  ১ যুবক গ্রেপ্তার করলো খড়িবাড়ি থানার পুলিশ। ধৃত যুবকের নাম বিমান ঘোষ (২৫) , নক্সালবাড়ির দয়ারাম জোত এলাকার বাসিন্দা।জানা গিয়েছে, ৮ই এপ্রিল খড়িবাড়ি পানিট্যাঙ্কি সংলগ্ন প্রসাদু জোতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে । বাড়িতে কেউ না থাকায় সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোর । এরপর ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ির মালিক বিশ্বনাথ বর্মন । লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল। সেইমতো মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে পানিট্যাঙ্কি সংলগ্ন কুয়াকাটার মোড়ে গ্ৰেপ্তার করা হয় বিমান ঘোষ নামে এক যুবকে । পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক পুলিশের জেরায়  চুরির ঘটনা স্বীকার করেছে এবং চুরির অলংকার নেপালের কাঁকরভিটার একটি জুয়েলারির দোকানে বিক্রি করেছে সে । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। রিমান্ডে নিয়ে আরত্ত কেউ জড়িত আছে কিনা,তার তদন্তে নামবে পুলিশ।

news portal development company in india
marketmystique