শিলিগুড়ি – বিহারগামী ৩২৭ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ভুসি বোঝাই লড়ি , ঘটনায় শোরগোল এলাকায়। জানা গিয়েছে, শনিবার দুপুরে নক্সালবাড়ি দিক থেকে বিহার যাচ্ছিল ভুসি বোঝাই লড়িটি। হঠাৎ ভালুকগাড়া সংলগ্ন পাটারাম জোত এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । ঘটনায় দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে এবং আটকে থাকা লড়ি চালকে লড়ির ভেতর থেকে বের করা হয় । পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়ে খড়িবাড়ি থানার পুলিশ উল্টে যাওয়া লড়িটিকে ক্রেনের সাহায্য উঠেয়ে নেয় । যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।

news portal development company in india
marketmystique