ডিম খান, তাহলে আজ থেকে হয়ে যান সাবধান।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ডিম খান, তাহলে আজ থেকে হয়ে যান সাবধান। এত দিন শুনেছেন অন্যান্য যায়গার প্লাস্টিক ডিমের কথা, এবার নকশালবাড়িতে এমন এক ঘটনা ঘটলো যা দেখে অবাক সবাই। নকশালবাড়ির রায় পাড়ার বাসিন্দা রথীন চৌধুরী প্রতিদিনের মত আজ ও সকালে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ করেছিলেন। তবে তা আর তার খাওয়া হলোনা। কেন খেতে পারলেন না ডিম? জানা গেছে এদিন সকালে ডিম ছুলতেই চক্ষু চড়ক গাছ রথীনের। সে তো আসল ডিম নয়। সে তো প্লাস্টিকের ডিম। ডিমের ওপর লাল আস্তরণ থাকায় আতঙ্ক ছড়িয়ে নকশালবাড়িতে।

news portal development company in india
marketmystique