সোনার মালা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরো এক দুস্কৃতি

ছিনতাইয়ের ঘটনা, মহিলার গলা থেকে সোনার মালা ছিনতাই।  খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তের চক্করমারির এলাকার ছিনতাই। মোটরসাইকেলে এসে মহিলার ঘরের সামনে থেকে সোনার মালা ছিনতাই করে পালাল ২ দুস্কৃতি। সিসিটিভি ক্যামেরা ছবি থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ। গতকাল রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে গ্রেফতার এক দুস্কৃতি। গত ১০জুন বিকেলে খড়িবাড়ি চক্করমারি এলাকায় ঘরের সামনে থেকে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটায় ২ দুস্কৃতিরা। ঘটনায় অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে পিন্টু গোয়ালাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত জলপাইগুড়ির রাজগঞ্জের ইরানি বস্তীর বাসিন্দা। আজ শিলিগুড়ি মহকুমা তোলা হয়েছে । ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরো একজন পলাতক।পুলিশ সূত্রে খবর, ধৃত আগেও বিহার, রাজস্থানে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছিল।

news portal development company in india
marketmystique