বাগডোগরা বিমানবন্দরে শুভেন্দু অধিকারী

কোচবিহারে ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে বাগডোগরা বিমানবন্দরে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ দুপুরে কোচবিহারে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করার পর আজকেও কলকাতার উদ্দেশ্য র‌ওনা দেবেন তিনি। এদিন বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের চিঠি নিয়ে বলেন রাজ্যপাল জানেন কি করা দরকার কি নয়। রাজ্যপালের সাংবিধানিক অধিকার রয়েছে তাই অনুয়ায়ী তিনি কাজ করবেন। তবে বাংলায় গনতন্ত্র নেই তাই রাজ্যপালের অধিকার প্রয়োগ করা দরকার রাজ্যপালের। অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কাজ প্রসঙ্গে তিনি বলেন মিডিয়ায় থাকতে কথা বলেন। সংকীর্ণ নিম্নমানসিকতায় এই কাজ করেন। নিজের বিধানসভায় যে ভোটে জিতেছিলেন তা ভোট থেকে অনেক কম ভোট পেয়েছেন তিনি। অপরদিকে বিজেপি মহিলা অন্তঃসত্ত্বা কর্মীকে পেটে লাথি মারা ঘটনা জেনে বুঝে করছে তৃণমূল। আগামী নির্বাচনে নিজেদের এলাকার ধরে রাখতে এই কাজ করেছে। কোচবিহারে নিশীথ প্রামানিক এগিয়ে থেকেও তাকে হারানো হয়েছে। এটা মানুষের রায় নয় প্রশাসন দিয়ে এই কাজ করা হয়েছে।

news portal development company in india
marketmystique