বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন

১২ জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস’কে সামনে রেখে শুক্রবার খড়িবাড়ির ভারত – নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি বাজারে রানীগঞ্জ পানিশালী গ্ৰাম পঞ্চায়েতস্তর শিশু সুরক্ষা কমিটি এবং চাইল্ড ইন নিড ইন্সটিটিউটের পক্ষ থেকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কর্মসূচি পালন করা হয় । এদিন বাজারে সমস্ত দোকান মালিকদের শিশুদের কাজ না করানোর অনুরোধ জানান হয় । উপস্থিত ছিলেন রানীগঞ্জ পানিশালী গ্ৰাম পঞ্চায়েতস্তর শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন তথা প্রধান সান্তনা সিংহ ,সঞ্চালক পুষ্পা ওঁরাও , সিনি’র সদস্য তারক গোস্বামী সহ শিশু ও আইসিডিএস কর্মীরা  ।রানীগঞ্জ পানিশালী গ্ৰাম পঞ্চায়েতস্তর শিশু সুরক্ষা কমিটি চেয়ারপার্সন  সান্তনা সিংহ বলেন,  সাধারণ মানুষদের সচেতন করতে আজকের এই কর্মসূচি। হোটেল বা অন্য কোনো দোকানে যাতে ১৪ বছরের নিচে শিশুদের কাজ করানো না হয় , শিশুরা যাতে স্কুলমুখী হয় , পড়াশোনা করে এগিয়ে যায় তাই এই উদ্যোগ।
অন্যদিকে, খড়িবাড়ি ব্লক শ্রম বিভাগের ন্যূনতম মজুরি পরিদর্শক রাকেশ কুমার পাল বলেন,৬ মাস অন্তর এই কর্মসূচি নিয়ে থাকি , আজ পানিট্যাঙ্কি বাজারে করা হল ।আমার বিশেষ করে চায়ের দোকান, রেস্তরাঁ এবং গ্যারজগুলিতে নজর দিয়েছে। আগামীদিনে খড়িবাড়ি অন্যান্য গ্ৰাম পঞ্চায়েতগুলিতেও এই কর্মসূচি করা হবে বলে জানান তিনি।

news portal development company in india
marketmystique