কালিম্পং দার্জিলিং সড়ক পথ বন্ধ হয়ে গেলো,তিস্তায় প্রবল জলস্ফীতি জন্য।

তিস্তায় প্রবল জলস্ফীতি,বন্ধ হয়ে গেল কালিম্পং দার্জিলিং সড়ক পথ।গত কয়েকদিন থেকেই উত্তরবঙ্গ সহ দার্জিলিং ও সিকিমে ক্রমাগত বৃষ্টিপাত হয়ে চলেছে।বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলির প্রবল জলস্ফীতি হয়েছে।গত রবিবার ধসের কারণে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। নয়টি বাড়ি ধসে গিয়েছে,মৃত্যু হয়েছে তিনজনের।গতকাল সারাদিন ধরেই উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত এবং গতকাল রাতেও সিকিম সহ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের জন্য তিস্তায় প্রবল জলস্ফীতি হয়েছে।এই জলস্ফীতি মনে করিয়ে দেয় গত ৪ই অক্টোবর এর তিস্তার ভয়াবহ রূপ কে।তিস্তা বাজারের কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বিপদজনক হয়ে যাওয়ায় কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিংয়ের যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন।তিস্তা বাজার,গেল খোলা সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপর তিস্তার জল চলে এসেছে।বেশ কিছু বাড়িও তিস্তার চরে বিপদজনক অবস্থায় রয়েছে।গতকাল রাত থেকেই পুলিশ মাইকিং করে এইসব অঞ্চলে বসবাসকারী মানুষদের সাবধান করে দূরে সরিয়ে দিয়েছে।তবে তিস্তার যা অবস্থা এবং যেভাবে ক্রমাগত বৃষ্টির জন্য রাস্তার বিভিন্ন অংশ সহ বেশ করা কিছু বাড়ীঘর ডুবে আছে। বৃষ্টি না কমলে ভয়াবহ আকার ধারণ করতে পারে।স্থানীয় পুলিশ প্রশাসন,সিভিল ডিফেন্স এবং এন ডি আর এফ এর দল যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত আছে

news portal development company in india
marketmystique