২ মার্কিন নাগরিক সহ আরো এক ভারতীয় যুবক গ্রেফতার

খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তে ২ মার্কিন নাগরিক সহ আরো এক ভারতীয় যুবক গ্রেফতার। ধৃত নেয়না কলা পোড়েল ও ইউনিস বিশ্ব আমেরিকার নাগরিক ও নিমা পোড়েল কালচিনির বাসিন্দা। এস‌এসবি সূত্রে খবর, আলিপুরদুয়ারের যুবক নিমা তামাংকে বিয়ে করতে আমেরিকা থেকে ভারতে আসেন নেয়না কলা পোড়েল ও নেয়নার ভাইঝি ইউনিস। বিয়ে সেরে নেপালে মধুচন্দ্রিমা ফের ভারতে প্রবেশের আগে খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে জাল আধার সহ ২ মার্কিন নাগরিক ও এক ভারতীয়কে গ্রেফতার করা হয়। নেয়না কলা পোড়েল নিমা তামাংকে গত ১৩ই এপ্রিল বিয়ে করে এবং ২১ এপ্রিল নেপালে মধুচন্দ্রিমায় যান। আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ থেকে মার্কিন নাগরিকদের ১০ হাজার টাকায় এই জাল আধার করা হয়েছিল বলে জানা গিয়েছে। ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিলে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

news portal development company in india
marketmystique