ধারাবাহিক ভাবে বিজেপির কর্মসূচিতে দেরি !বিষয়টি তুলে ধরতে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী

bjp

ধারাবাহিক ভাবে বিজেপির কর্মসূচিতে দেরি ! বিষয়টি তুলে ধরতে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা।রবিবার নির্ধারিত সময় বিকেল ৫ টায় দার্জিলিং লোকসভা বিজেপি প্রার্থী রাজু বিস্তার জনসংযোগ কর্মসূচি ছিলো। এই দিন প্রথমেই ডোহাগুরি মোড়ে মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদানের পর খলটা বাজারের মাতৃ মন্দিরে কালি পুজো দিয়ে সেখান থেকে পদযাত্রা করে খড়িবাড়ী বাজার হয়ে লক্ষীপুর পযন্ত পদযাত্রার কথা ছিলো এই পদযাত্রায় সামিল হওয়ার জন্য বিভিন্ন গ্রামের দুর দুরন্ত থেকে দলীয় কর্মীরা আসে এবং তারা পঞ্চানন বড়মা মোর ও মাতৃ মন্দিরে জড়ো হয়। ৪০০ থেকে ৫০০ জন এই প্রোগামের জন্য এসেছিলো ।কিন্তু রাজু বিস্তা নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর কর্মসূচিতে যোগদেন । ইতি মধ্যে সন্ধ্যা নেমে আসায় সিংহভাগ কর্মী সমর্থকরা বাড়ি ফিরে যায়।গোটা ৫০ থেকে ৬০ জন নেতৃত্ব ও কর্মীদের নিয়ে অবশেষে রাজু বিস্তা তার কর্মসূচি সুরু করে।এইদিন মাতৃ মন্দির থেকে যখন কদমতলা মোর পযন্ত তিনি হেঁটে জান তখন অন্ধকারে ওই রাস্তায় কোনো লোক ছিলো না পরে খড়িবাড়ী বাজারে কিছু দোকানদারদের সাথে মিলিত হন । এই কথা তুলে ধরতেই রাজু বিস্তা ক্ষেপে যান মেজাজ হারিয়ে ফেলেন তিনি তার কারণ হিসাবে বলেন বিভিন্ন মানুষের ভালোবাসার জন্য তাকে আটকে দিয়েছে বলে তার দেরি হয়েছে এবং লাগাতার প্রোগ্রামে দেরি হওয়া এই প্রসঙ্গটি তুলে ধরলে মেজাজ হারিয়ে তিনি বলেন কোন প্রোগ্রাম ? বিজেপির প্রোগ্রামকেই তিনি বলেন কোন প্রোগ্রাম ? কার প্রোগ্রাম অর্থাৎ তিনি নিজের দলের কর্মীদেরি হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন।

news portal development company in india
marketmystique