
বড়সড় ডাকাতির ছক বানচাল করলো খড়িবাড়ী থানার পুলিশ।বড়সড় ডাকাতির ছক বানচাল, খড়িবাড়ীতে পুলিশের জালে ১০ দুষ্কৃতী ।ধৃতদের কাছে একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা হল সমীর সরকার, সহদেব অধিকারী, কার্তিক বর্মন, সুজন ঘোষ, মানু ঘোষ, হেমন্ত বর্মন, মহম্মদ করিম, অমৃত মন্ডল, সঞ্জীব দাস ও তাপস ঠাকুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পানিট্যাঙ্কির নতুন মার্কেট এলাকায় গতকাল রাতে জড়ো হয়ে ডাকাতির প্ল্যান কষেছিল এরা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধৃতদের আটক করে। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে ৩টি শাবল, ২টি হাঁসুয়া, ৩টি চুরি ও হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা শিলিগুড়ি, নকশালবাড়ি, খড়িবাড়ির বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।