জেসিপি নামিয়ে নদীর গতিপথ পরিবর্তনের অভিযোগ

জেসিপি নামিয়ে নদীর গতিপথ পরিবর্তনের অভিযোগ।সোমবার খড়িবাড়ীর ব্লকের জোরপাকুড়ি স্বর্ণমতি নদীর গতিপথ কৃত্রিমভাবে পরিবর্তনের অভিযোগ উঠলো।জানা গিয়েছে, সম্প্রতি নদীর পাশে থাকা নিজস্ব জমি বাঁচানোর জন্য স্থানীয় কয়েকজন কৃষক নদীর মাটি কেটে নদীর প্রায় ১০০মিটার গতিপথ পরিবর্তন করেন। এই গতিপথ পরিবর্তনের ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকেরা। কৃত্রিম নদীর পাড় এখনই ধীরে ধীরে ভেঙে পড়ছে ,বর্ষার সময় এই নদী ভয়ঙ্কর রূপ নেয় ,সেই সময় নদীর পাশে থাকা কৃষকদের জমি ও ফসল নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। খবর পেয়ে খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল সিংহ, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঘটনাস্থলে ছুটে যান। প্রধান পরিষ্কার জানান, এইভাবে অবৈধভাবে নদীর গতিপথ কোনদিন পরিবর্তন করা যায় না। তবে সমস্ত বিষয়টি বিডিও এবং সেচ দপ্তরকে জানানো হবে। তিনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রিয়ম গোস্বামী। তিনি গ্রাম পঞ্চায়েত প্রধান, সহসভাপতির ও অভিযুক্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিযুক্ত কৃষকদের দ্রুত নদীকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন

news portal development company in india
marketmystique