
খড়িবাড়ির কেশরডোবয় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ। এক বিঘা জমিতে রয়েছে পুকুর আর সেই পুকুরেই চলছে ভরাট। রাতের অন্ধকারে দেদার চলছে পুকুর ভরাটের কাজ। গতকাল আমাদের প্রতিনিধিরা এলে ক্যামেরার সামনে থেকে পালিয়ে যায় পুকুর ভরাটের কাজের লোক। খড়িবাড়ি থেকে বিহারগামী ৩২৭ নং জাতীয় সড়কের পাশে পুকুর ভরাট হলেও হুশ নেই প্রশাসনের। একদিকে সরকার জলাশয় সংরক্ষনের জন্য করা হুশিয়ারি দিচ্ছে আরেকদিকে এভাবেই চলছে পুকুর ভরাটের কাজ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এটি পুকুর ছিল তাতেই ভরাট চলছে। পুকুর ভরাট হলে বর্ষার জল কোথায় যাবে। নদী সহ বিভিন্ন স্থান থেকে বালি মাটি এনে পুকুর ভরাট করা হচ্ছে। গত ৪ দিন ধরে এই ভরাট চলছে। ঘটনায় পুকুর মালিক ভূপেন্দ্র নাথ সরকারের সঙ্গে যোগাযোগ করলেও বাড়ি তালাবন্ধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ ও খড়িবাড়ি থানার পুলিশ। পুকুর ভরাট অবৈধ। আইনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন তিনি।