গীতাপাঠ প্রসঙ্গে বিজেপি সভাপতির মন্তব্য ঘিরে শোরগোল তৃণমূল মহলে , খড়িবাড়ি ব্লক যুব তৃণমূলের মিছিল ও বিক্ষোভ প্রদর্শণ। ব্রিগে়ডে গীতাপাঠ অনুষ্ঠানে যোগদান করতে এসে সুকান্ত মজুমদার একটি বক্তব্যে বলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভাল এই মন্তব্য ঘিরে শোরগোল ।স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এমনটাই অভিযোগ করলেন তৃণমূল নেতৃত্ব। তাই সারা রাজ্যব্যাপী তার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ প্রদর্শণ করছেন।রবিবার বিকেলে খড়িবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শণ করা হয় খড়িবাড়ী বাজার জুড়ে এই দিন মিছিলটি খড়িবাড়ি বাজার হয়ে সমষ্টি উন্নয়ন দপ্তর নিকট হয়ে নিজ কাজ্জালয় শেষ হয়।মিছিলে যোগ দেন খড়িবাড়ী ব্লক যুব তৃণমূল কংগ্রস সভাপতি কেশরী মোহন সিংহ , খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ , কর্মাদক্ষা মনিকা রয় সিংহ খড়িবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুকুল সরকার সহ তৃণমূল কংগ্রেসে বিভিন্ন শাখার নেতৃত্ব ও কর্মী বৃন্দ
