
রুশ যুবক অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই পুলিশের হাতে। অনুপ্রবেশের অভিযোগে ভারত-নেপাল সীমান্তে রাশিয়ার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতের নাম আলেক্সান্দ্রোভ পাভেল বয়স ৩৮।শনিবার ভারত-নেপাল সীমান্তের বাজারুছাট এলাকার সীমান্ত মধ্য দিয়ে হাঁটাপথে ভারতে প্রবেশ করছিলেন এই রুস যুবক। সেই সময় তাঁকে আটক করে এসএসবির ৪১ব্যাটালিয়নের জওয়ানরা।
জেরার পর আলেক্সান্দ্রোভকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় ।ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত করবে খড়ি বাড়ী থানার পুলিশ