
27 তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রুগীদের মাঝে ফল বিতরণ।নববর্ষে খড়িবাড়ি হাসপাতালে রুগীদের মাঝে ফল বিতরণ খড়িবাড়ী তৃণমূল কংগ্রসের।সোমবার সকালে মা মাটি মানুষ জিন্দাবাদ স্লোগান ও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খড়িবাড়ি প্রাথমিক হাসপাতালে দুস্থ রুগীদের মাঝে ফল বিতরণ করলেন খড়িবাড়ী তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটি ।শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ জানান 1998 সালে আমাদের দল প্রতীক পায় সেইদিন থেকেই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বিগত দিনে খড়ি বাড়ীতে প্রভাব ছিলো না কোনো বডি ছিলো না এখন তৃণমূল কংগ্রেসের বডি রয়েছে এই দিনটিতে বিভিন্ন সামাজিক কাজ কর্ম করে থেকে তারা। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ, খড়ি বাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ চন্দ্র সিংহ , কর্মাদক্ষা মনিকা রায় সিংহ গ্রাম পঞ্চায়েত সদস্য উপাসু সিংহ সহ অন্যান্য কর্মী বৃন্দ