নববর্ষের প্রথম দিনেই ঘরের ভিতর থেকে দুঃসাহসিক চুরি।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ী ব্লকের মহিপাল এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে মহিপাল এলাকায় পাঁচালী গানের আসর লেগেছিলো, বাড়ির সবাই ওই পাঁচালী গান শুনতে গিয়েছিলো,হটাৎ বাড়ির এক সদস্য প্রবিত্র সিংহ বাড়ি আসে এসে দেখে বাড়ির দরজা খোলা ,ঘরের ভেতরে ঢুকতেই মাথায় হাত আলমারি খোলা দেখে আলমারিতে জিনিস পত্র নেই ,অনামানিক দুভরি সোনা 10 ভরি রুপোর গয়না ও 20 হাজার টাকা এবং আরো কিছু জিনিস পত্র নিয়ে পালিয়েছে চোর। সাথে সাথে চিৎকার করলে স্থানীয় লোকেরা ছুটে আসে।মঙ্গলবার খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে বছরের প্রথম দিনে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা চত্বর।
