
৪ বিঘা জমির ধান আগুনে পুড়ে ছাই।স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ভোর ৪ টা নাগাদ পশ্চিম হাউদাভিটার কৃষ্ণ প্রাসাদের ধানের গুলায় আগুন লেগে পুড়ে ছাই ছাই হয়ে যায়।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ী ব্লকের অন্তর্গত পশ্চিম হাউদাভিটার বিডিও অফিস সংলগ্ন এলাকায় জানাযায় কৃষ্ণ প্রসাদ তার ৪ বিঘা জমির ধান কেটে একত্রে

রেখেছিলেন হটাৎ শুক্রবার ভোর অনুমানিক ৪টা নাগাদ খবর আসে সেই ধান গুলোতে আগুন ধরে গেছে সাথে সাথে স্থানীয় মানুষজন ছুটে যায় আগুন নেভাবার চেষ্টা করে আগুন এতটাই দাও দাও করে জ্বলছিলো যে শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে আসে ফায়ার বিকেট কে খবর দেয় এদিকে বিমল দত্ত অভিযোগ করে বলেন এটি পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে দেখে তাই মনে হচ্ছে, সঠিক সময় ফায়ার বিকেট আসলে হয়তো ক্ষয় ক্ষতি অনেকটা কম হতো। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ এমনটাই জানাযাচ্ছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে, ধান কেটে যেসমস্ত চাষীরা রেখেছে তারা আতঙ্কে রয়েছে।