খড়িবাড়ি ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে CHICKS/DUCKS বিতরণ।

খড়িবাড়ি ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে CHICKS/DUCKS বিতরণ।মঙ্গলবার খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন দপ্তর ও খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির মষ্য প্রাণী দপ্তরের উদ্যোগে হাসের বাচ্চা ও মুরগির বাচ্চা বিতরণ করা হয় খড়িবাড়ী গ্রাম পঞ্চাযেত জুড়ে।এই দিন খড়িবাড়ী জিপিতে ২২৪ জনকে CHICKS দেওয়া হয় এবং ৫৩ জনকে DUCKS দেওয়া হয়।পঞ্চায়েত সমিতির মষ্য প্রাণী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মনিকা রায় সিংহ জানান সারা বছর ধরেই খড়িবাড়ি ব্লক জুড়ে ৩৬০০টি CHICKS ও ৪২০ টি DUCKS বিতরণ করা হবে এর আগে দুটি জিপিতে দেওয়া হয়েছে আজ খড়ি বাড়ি জিপিতে দেওয়া হচ্ছে।উপস্থিত ছিলেন বি এল ডি ও ডক্টর দেবাশীষ মোহন্ত,খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহেশ চন্দ্র সিংহ,  পঞ্চায়েত সমিতির মষ্য প্রাণী দপ্তরের মনিকা রায় সিংহ, পঞ্চায়েত সমিতির সদস্য জয়া সিংহ

news portal development company in india
marketmystique