
ফের বিপুল পরিমাণ মাদক সহ গ্ৰেপ্তার ১ যুবক ।ধৃত যুবকের নাম বিশ্ব বর্মন ওরফে বাহাদুর(৩১), ওয়ারিশ জোতের বাসিন্দা। জানা গেছে,গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন কোয়ার্টার মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বাইকে আটক করে এসওজি ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। আটক যুবকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । উদ্ধার কৃত ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা । পুলিশের অনুমান,ধৃত যুবক মাদক ব্রিকির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পরে আটক যুবকে গ্ৰেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। তবে এই যুবক এর আগেই ৩ বার নেশা দ্রব্য সহ গ্ৰেপ্তার করা হয়েছিল। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।