
১০ দিন আগে খড়ি বাড়ি PWD মোড় সংলগ্ন এলাকায় ৩২৭ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় চার জন যুবক। ঘটনাস্থলে মৃত হয় লতিকা দাস রায়ের। আহত চার যুবক চিকিৎসাধীন ছিলেন উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । গুরুতরভাবে আহত ছিলেন ডোহাগুরির বিকাশ বর্মন। ১০ দিনের লড়াইয়ের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বৃস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিকাশ বর্মনের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্য ও এলাকার প্রতিবেশীরা। শুক্রবার ধৃত বিকাশ বর্মনের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।