
হাতি ও বাঘের আতঙ্কে ঘর ছাড়া গাইনজোত বাসী। ফের হাতির হানা খড়িবাড়ির গাইনজোতে, আতঙ্কে গ্রামবাসী।মঙ্গলবার রাতে হাতির হানায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গাইন জোত এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায় এইদিন রাতে প্রায় 50 থেকে 60টি হাতি আসে ।প্রায় হাতির দল এই এলাকায় আসছে এবং ধান খাচ্ছে ধান ক্ষেত তছনছ করছে ক্ষতির মুখে কৃশক। পড়ে খবর পেয়ে রেঞ্জার আসে ।হাতি দলবেধে প্রায় এই অঞ্চলে আসায় স্থানীয়দের রাতের ঘুম চলে গিয়েছে । বাড়ির মলিলা বাচ্চা সহ পরি বারের সবাইকে প্রায় রাস্তায় ও সুরক্ষিত জায়গা দৌড়াতে হচ্ছে এদিকে ওই এলাকার ফুলকুমারি সা জানান হাতির আতঙ্ক সহ বাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী ,রাতের ঘুম কেড়ে নিয়েছে বাঘ ও হাতি ,আতঙ্কে বাচ্চা বয়স্ক মহিলারা প্রায় বাড়ির বাইরে থাকছে।সরকারের কাছে তার আবেদন সাহায্য করা হোক তাদের