
এক দিকে মাদক কারবার অন্যদিকে চুরির ঘটনায় অতিষ্ঠ খড়িবাড়ী ব্লকের এলাকাবাসী ।এমনি ঘটনা গৌরসিংজোত এলাকায় । বৃহস্পতিবার সকালে খড়িবাড়ির ব্লকের পানিট্যাঙ্কি সংলগ্ন এলাকার গৌরসিং জোতে দিলিপ রায়ের বাড়িতে সকাল ১০টা নাগাদ চুরির ঘটনা, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। । এদিন খবর পেয়ে সন্ধ্যায় ঘটনা স্থলে পৌছায় খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে, সকালে পরিবারের সদস্য নিজের দোকানে চলে যায়। সকাল ১০টায় বাড়ি এসে সমস্ত কিছু ভাঙ্গা দেখে মাথায় হাত পড়ে পরিবারের সদস্যদের। পরিবারের দাবি প্রায় ৩ লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গৌরসিং জোত পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।