
ছট পূজার ঘাট পরিদর্শনে মহকুমা পরিষদের কর্মদক্ষ।
শুক্রবার বিকেলে খড়িবাড়ী ব্লকের খড়িবাড়ী ছট ঘাটের পরিদর্শনে আসেন শিলিগুড়ি মহকুমার পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ ,খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রয় সিংহ , খড়িবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল চন্দ্র সিংহ সহ জন প্রতিনিধি ও ছট কমিটির সদস্য বৃন্দ পরিদর্শনে এসে কর্মদক্ষ কেশরী মোহন সিংহ জানান নদী পারারপার করবার জন্য দুটি রাস্তা করে দেওয়া হচ্ছে পূর্ন্যাথী ও দস্যনার্থী দের এবং জল সহ বিভিন্ন বেবেস্থা রয়েছে যাতে কোনো রকমের অসুবিধা নাহয় পূর্ন্যাথী ও দস্যনার্থী দের।