
খড়িবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেস উদ্যোগে মঙ্গলবার খড়িবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেস কার্য্যালয় প্রাঙ্গনে বিজয়া সম্মিলনী আয়োজন করা হয় । এদিন রানীগঞ্জ, বিন্নাবাড়ি, বুড়াগঞ্জ ও খড়িবাড়ি অঞ্চলের ১৯টি বুথের নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। এই সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা তৃনমূল কংগ্রেস মুখপাত্র দেবব্রত দত্ত, আইএনটিউসি সভাপতি নির্জল সহ খড়িবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মুকুল সরকার, পঞ্চায়েত সমিতি সভাপতি ও পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। তবে চেয়ার শুন্য রেখে বিজয়া সম্মিলনী বক্তব্য রাখতে দেখা যায় মঞ্চে নেতাদের।