
নকশালবাড়িতে হাতির হানায় জখম ব্যক্তিদের খোঁজখবর নিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। গত রবিবার রাতে নকশালবাড়ির রঘুজোত ও ঢাকনা জোত দলছুট হাতির হানায় মোট ৩জন জখম হন। আহতদের মধ্যে নগর বর্মন ও টিগেন সিংহ নকশালবাড়ি হাসপাতালে আনার পর একজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুই আহতদের দেখতে ঢাকনা জোত ও রঘুজোতে গিয়ে খোঁজখবর নেন সভাধিপতি। সভাধিপতি জানান, আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সরকারি সহায়তা নিয়ে বনকর্মীদের সঙ্গে কথা হয়েছে। এই সকল এলাকায় হাতির উপদ্রব রুখতে টর্চ লাইট বিতরণ করার আশ্বাস দেন তিনি। এদিন উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য বিরাজ সরকার ও মনিরাম প্রধান গৌতম ঘোষ।